বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন পিরোজপুর জেলা শাখার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল


প্রকাশের সময় : অক্টোবর ১৯, ২০২৫, ১২:১৯ অপরাহ্ন
বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন পিরোজপুর জেলা শাখার মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

পিরোজপুর প্রতিনিধি :

সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় নির্বাহী সংসদ কর্তৃক মাষ্টাররোল শ্রমিক কর্মচারীদের বেতনের সমস্যা নিরসন করা সহ ২৭ মামলার নীতিমালা চুড়ান্তকরন এবং ২৭ মামলার নীতিমালায় ৭ মামলা অন্তর্ভুক্ত করার দাবিতে সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন পিরোজপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৯ অক্টোবর) পিরোজপুর সড়ক ও জনপথ অফিসে এই কর্মসূচি পালন করা হয়।

উক্ত কর্মসূচিতে বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন পিরোজপুর জেলা শাখার সভাপতি মোঃ আলমগীর হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনটির পিরোজপুর জেলা সাধারন সম্পাদক মোঃ কামরুজ্জামান,সহ-সভাপতি এস এম মনিরুজ্জামান,সাংগঠনিক সম্পাদক মহসীন শেখ প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন পিরোজপুর জেলা শাখার প্রচার সম্পাদক মোঃ মারুফ হোসেন।

২৭ ও ৭ মামলায় অন্তর্ভুক্ত শ্রমিক কর্মচারীদের প্রথম যোগদানের তারিখ হতে দ্রুত সময়ে পেনশন নীতিমালা চূড়ান্ত করতে হবে।
সহজে সকল মাস্টার রোল শ্রমিক কর্মচারীদের “৩২১১১০৪-আনুষঙ্গিক প্রতিষ্ঠান”কোড হতে মাসিক ভিত্তিতে বেতন প্রদান করতে হবে।

এই দাবিসহ মোট সাত দফা দাবিতে তারা মানববন্ধন বিক্ষোভ মিছিল করেন।