শিবচরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খাবার বিতরণ ও দোয়া মাহফিল


প্রকাশের সময় : অক্টোবর ১৮, ২০২৫, ৫:১৯ অপরাহ্ন
শিবচরে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় খাবার বিতরণ ও দোয়া মাহফিল

ছোবাহান মিয়া মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুরের শিবচরে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রোগমুক্তি কামনায় সুবিধাবঞ্চিতদের মাঝে খাবার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করেছে শিবচর উপজেলা বিএনপি।

শুক্রবার (১৭ অক্টোবর) দুপুরে শিবচর উপজেলার বিভিন্ন স্থানে দিনমজুর, ভ্যানচালক ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে খাবার বিতরণ করা হয়। উপজেলা বিএনপির আহবায়ক শাহাদাত হোসেন খান ও সদস্য সচিব সুহেল রানা এ কার্যক্রমের নেতৃত্ব দেন। এ সময় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

বিএনপি’র নবগঠিত কমিটির আহ্বায়ক শাহাদাত হোসেন খান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি বাংলাদেশের গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার প্রতীক। আমরা সকলেই তাঁর দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ যেন তাঁকে সুস্থ করে আবারও দেশের মানুষের নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দেন।

সদস্য সচিব সুহেল রানা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশ ও গণতন্ত্রের প্রতীক। তাঁর সুস্থতা কামনায় আমরা সবাই দোয়া করছি, আল্লাহ যেন তাঁকে দ্রুত সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।

খাবার বিতরণ শেষে জুমার নামাজের পর বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এসময় তারা জনগণের পাশে দাঁড়ানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং অসহায়দের প্রতি সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন।