পিরোজপুর কালেক্টরেট স্কুলে বিশ্ব হাতধোয়া দিবস পালিত


প্রকাশের সময় : অক্টোবর ১৬, ২০২৫, ৮:২২ পূর্বাহ্ন
পিরোজপুর কালেক্টরেট স্কুলে বিশ্ব হাতধোয়া দিবস পালিত

মোঃশাহিন ফকির (পিরোজপুর প্রতিনিধি):

বিশ্বজুড়ে জনসচেতনতা তৈরির লক্ষ্য অর্জনের জন্য প্রতি বছর ১৫ অক্টোবর এই দিবসটি পালিত হয়। সাবান দিয়ে হাত ধোয়ার মাধ্যমে রোগের বিস্তার রোধ এবং সুস্বাস্থ্য নিশ্চিত করার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধিই এই দিবসের প্রধান লক্ষ্য। এ বছর ‘একজন হাত ধোয়া বীর হোন!’ (Be a Handwashing Hero!) প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বব্যাপী দিবসটি পালিত হচ্ছে, যা প্রত্যেক ব্যক্তিকে নিজ নিজ কমিউনিটিতে হাত ধোয়ার অভ্যাসকে উৎসাহিত করতে অনুপ্রাণিত করবে।

সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাসকে একটি সামাজিক সংস্কৃতিতে পরিণত করার লক্ষ্যে ২০০৮ সালে ‘গ্লোবাল হ্যান্ডওয়াশিং পার্টনারশিপ’ (GHP) এই দিবসটি চালু করে। সুইডেনের স্টকহোমে বিশ্ব পানি সপ্তাহে এর সূচনা হয় এবং পরে জাতিসংঘের সাধারণ পরিষদ দিবসটিকে প্রতি বছর পালনের জন্য অনুমোদন দেয়।

জেলা প্রসাশন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পিরোজপুর এর উদ্যোগে এবং ব্রাক পিরোজপুর শাখার সহযোগিতায় বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে পিরোজপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজে বিশ্ব হাত ধোয়া দিবস পালন করা হয়।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০.৩০ মিনিটে এই কর্মসূচি পালন করা হয়।

উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রাশাসক(সার্বিক) আলাউদ্দিন ভূইয়া জনি।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ ইদ্রিস আলী আযিযী,জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর পিরোজপুর এর নির্বাহী প্রকৌশলী জয়ন্ত সরকার,পিরোজপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃমোঃ গোলাম মোর্তুজা,কালেক্টরেট স্কুল এন্ড কলেজ এর প্রধান শিক্ষক মোঃ কাদিরুল মোক্তাদির,জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর পিরোজপুর সদর উপজেলা সহকারী প্রকৌশলী মোঃ আল-আমিন হোসেন,ব্রাক এর পিরোজপুর জেলা কো অর্ডিনেটর মোঃ হাসিবুল ইসলাম,ব্রাক ওয়াশ প্রোগ্রাম এর জেলা ব্যবস্থাপক মোঃ রেজাউল করিম,ব্রাক কর্মসূচি সংগঠক কিশোর চৌধুরী,ব্রাকের রিজোনাল ম্যানেজার উর্মি ভাদুড়ী সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক ও অভিবাবক বৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় অতিথীরা হাত ধোয়ার উপকারিতা ও হাত না ধুলে কি কি ক্ষতি হতে পারে এসব বিষয়ে শিশু শিক্ষার্থীদের সঠিক নিয়মে হাত ধোয়া শিখন কার্যক্রম পর্ষবেক্ষন করেন।

শিশু শিক্ষার্থীদের উদ্দেশ্যে তারা বলেন, হাতের মাধ্যমে অনেক জীবাণু ছড়ায়। এজন্য খাবার আগে সবাইকে অবশ্যই সঠিক নিয়মে হাত পরিস্কার করতে হবে। এতে অনেক রোগ বালাই থেকে মুক্ত থাকা সম্ভব।

তারা আরও বলেন কেবল দিবসকেন্দ্রিক নয়, বরং দৈনন্দিন জীবনে খাওয়ার আগে ও পরে, শৌচাগার ব্যবহারের পর এবং হাঁচি-কাশির পর সাবান দিয়ে হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা। এই ছোট অভ্যাসটিই একটি সুস্থ ও নীরোগ জাতি গঠনে বড় ভূমিকা রাখতে পারে।