ছোবাহান মিয়া মাদারীপুরজেলাপ্রতিনিধি
মাদারীপুরের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে “টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫”-এর শুভ উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১২ অক্টোবর) সকাল ৯টায় এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাতেমা মাহাজেবীন।
এসময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডা. মোঃ ইব্রাহীম হোসেন, এমওডিসি ডা. তরিকুল ইসলাম, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মোঃ সাইদুর রহমান, এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, আশাবাদী টাইফয়েড প্রতিরোধে টিকা অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। সরকারের স্বাস্থ্য বিভাগ সারাদেশে এই টিকাদান কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে জনগণকে রোগমুক্ত রাখার উদ্যোগ গ্রহণ করেছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফাতেমা মাহাজেবীন জানান, শিবচর উপজেলায় এ ক্যাম্পেইনের মাধ্যমে নির্দিষ্ট বয়সী শিশুদের বিনামূল্যে টাইফয়েড টিকা প্রদান করা হবে। এ উদ্যোগ সফল করতে জনসাধারণের সক্রিয় সহযোগিতা কামনা করা হয়।
আপনার মতামত লিখুন :