শামীমা আক্তার:
রাজধানীর মুগদা এলাকায় মাদকবিরোধী অভিযান শেষে ফেরার পথে কারবারিদের হামলায় মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল গুরুতর আহত হয়েছেন।
বুধবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬:টায় মুগদা মদিনাবাগের ময়লা বস্তি এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার পর আহত এসআইকে উদ্ধার করে রাত সোয়া ৮টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুর রহমান।
তিনি বলেন, মাদকবিরোধী নিয়মিত অভিযান শেষে ফেরার পথে পেছন থেকে অতর্কিতভাবে মাদক কারবারি ও তাদের সহযোগিরা হামলা করে আমাদের থানার এসআই রাসেলকে গুরুতর আহত করে।
ওসি জানান, রাসেলকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হলে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে। এখনো জ্ঞান ফেরেনি।
এ বিষয়ে মুগদা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আসাদুজ্জামান বলেন, ওই মাদক ব্যবসায়িক কে গ্রেফতারের জন্য অভিযান চলমান রয়েছে।
আপনার মতামত লিখুন :