মোঃছোবাহান মিয়া , মাদারীপুরজেলা প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধনের ফাঁদ তৈরিতে ব্যস্ত সময় পার করছেন নদীপাড়ের জেলেরা। কেউ জালের ময়লা পরিষ্কার করছেন, কেউবা জালের ভাঁজ খুলছেন। কেউ বা আবার নতুন জাল তৈরি করছেন। এভাবেই চলছে তাদের প্রস্তুতি।
সরেজমিনে দেখা গেছে, পদ্মার তীরে একাধিক স্থানে জেলেরা জাল মেরামত,পরিষ্কার ও নতুন জাল তৈরির কাজে ব্যস্ত। নিষেধাজ্ঞা চললেও গোপনে নদীতে নামার প্রস্তুতি নিচ্ছেন অনেকে।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নজরদারি কম থাকায় জেলেরা সুযোগ নিচ্ছেন। এতে নদীর ইলিশ সম্পদ মারাত্মকভাবে হুমকির মুখে পড়ছে।
উপজেলা মৎস্য কর্মকর্তারা জানিয়েছেন, ইলিশের প্রজনন মৌসুমে ইলিশ ধরা, বিক্রি, পরিবহন ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ। নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে এবং কেউ আইন ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ইলিশ রক্ষায় সরকারের পাশাপাশি সাধারণ মানুষেরও সচেতন হওয়া জরুরি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।