মোঃ ছোবাহান মিয়া মাদারীপুর জেলা প্রতিনিধি:
মাদারীপুরের শিবচরের উপশহর এলাকায় শরতের আগমনে সেজেছে কাশফুলের সাদা শোভায়। ময়না কাটা নদীর তীর ঘেঁষা উপশহরের বিস্তীর্ণ প্রান্তরে দুলছে কাশবন। এই মনোমুগ্ধকর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিনই ভ্রমণপিপাসু মানুষের ভিড় বাড়ছে।
গতকাল রবিবার (২৮শে সেপ্টেম্বর) বিকেলে উপশহর ঘুরে দেখা গেছে, কাশফুল ধরে অনেকেই ছবি তোলায় ব্যস্ত আবার কেউ কাশফুলের ভিতর দিয়ে হাঁটছে। কেউ বা আবার কাশফুলের মধ্যে বসে গুনগুন করে গান গাইছে। এমন দৃশ্যের দেখা মিলেছে শিবচর উপজেলার উপশহরে। কাশফুলের সাদা শোভায় প্রকৃতি যেন সাজে নতুন রূপে। পরিবারের সদস্য, বন্ধু-বান্ধব ও প্রিয়জনদের নিয়ে অনেকে আসছেন কাশবনে সময় কাটাতে। অনেকে আবার ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করছেন এই সৌন্দর্যের মুহূর্তগুলো।
স্থানীয়রা জানান, বিশেষ করে শুক্রবার ও শনিবার ছুটির দিনে উপশহরে ভ্রমণপিপাসুদের ভিড় বেড়ে যায়। আশপাশের বিভিন্ন এলাকায় থেকে মানুষ আসেন এবং এখানে নানান ধরনের মুখরোচক খাবারের দোকানো বসে চারপাশে।
একজন কলেজ শিক্ষার্থী মস্তাকিম হোসেন জানান, এবার উপশহরে অনেক কাশফুল ফুটেছে হেলেদুলে থাকা দৃশ্য চোখ জুড়িয়ে যায়। অনেকেই শুধু এই দৃশ্য দেখতেই দূরদূরান্ত থেকে আসছেন। আরেক দর্শনার্থী শীতল মাসুদ বলেন, এমন নয়নাভিরাম সৌন্দর্য এবং কাশফুলের দোলায় প্রকৃতি সত্যিই অপূর্ব লাগে।
শিবচরের প্রকৃতিপ্রেমীরা বলেন, কাশবন শুধু সৌন্দর্য নয়; এটি শরতের আগমনী বার্তাও বয়ে আনে। তাই বছরের এই সময়টুকু তারা সপরিবারে প্রকৃতির সাথে সময় কাটাতে পছন্দ করেন।