পিরোজপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত চ্যাম্পিয়ন পিরোজপুর পৌরসভা


প্রকাশের সময় : জুন ১৫, ২০২৫, ১০:০৮ পূর্বাহ্ন
পিরোজপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত চ্যাম্পিয়ন পিরোজপুর পৌরসভা

শাহিন ফকির :

পিরোজপুরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ জুন) বিকেলে অনুষ্ঠিত এ ম্যাচে পিরোজপুর সদর উপজেলাকে ৩-১ গোলের ব্যবধানে পরাজিত করে পিরোজপুর পৌরসভা চ্যাম্পিয়নের শিরোপা অর্জন করে।

উভয় দলে আক্রমন ও পাল্টা আক্রমনের মধ্য দিয়ে খেলা শুরু হয়। প্রথমার্ধের ১৪ মিনিটে মহিবুল্লাহর গোলে এগিয়ে যায় পিরোজপুর পৌরসভা। এর পর খেলার ২৮ মিনিটে পিরোজপুর সদর উপজেলার পক্ষে তরিকুল গোল করে ১-১ খেলায় সমতা আনে। প্রথমার্ধের ৪৪ মিনিটে আবার গোল করে পিরোজপুর পৌরসভাকে এগিয়ে নেন মোর্শেদ। দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে ফ্রি কিক হতে গোল করে ব্যবধান ৩-১ নিয়ে যান সাইফুল্লাহ।

খেলার শুরুতে মাদকবিরোধী সচেতনতা তৈরির লক্ষ্যে এক মাদকবিরোধী র‍্যালি আয়োজন করা হয়,র্যালীতে জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় ক্রীড়া সংগঠক, প্রশাসনের প্রতিনিধি ও বিভিন্ন পর্যায়ের নাগরিকরা অংশ নেন।

খেলা শেষে বিজয়ী ও রানার্স আপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ লিটন খান এর সঞ্চালনায় ও আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদ পিরোজপুর জেলা শাখার সভাপতি এ্যাডঃ রেজাউল করিম মিতুল এর সভাপতিত্বে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।

তিনি চ্যাম্পিয়ন দলের হাতে তুলে দেন ৬০ হাজার টাকা ও একটি ট্রফি,অপরদিকে রানার্স আপ দল পায় ৪০ হাজার টাকা ও একটি ট্রফি।

ফাইনালে সেরা খেলোয়ার বিবেচিত হন সাইফুল্লাহ, টুর্নামেন্ট অফ দি প্লেয়ার নির্বাচিত হন মহিবুল্লাহ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, সাত উপজেলার সভাপতি ও সদস্য সচিব সহ স্থানীয় ক্রীড়া সংগঠক, জনপ্রতিনিধি, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

খেলা শেষে আয়োজিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে স্থানীয় শিল্পীরা গান ও নৃত্য পরিবেশন করেন। দর্শকদের বিপুল উপস্থিতিতে পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।

উক্ত টুর্নামেন্টে ধারাভাষ্যকার হিসেবে ছিলেন পিরোজপুরের জনপ্রিয় ধারাভাষ্যকার আবুল হাসনাত রিপন ও অবসরপ্রাপ্ত সার্জেন্ট আঃজলিল।