জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে ইংল্যান্ডপ্রবাসী এক নারীর অনুমতি ছাড়াই তার স্বামী দেশে ফিরে দ্বিতীয় বিয়ে করেছেন—এমন অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নারীর ভাই।
গত ৩০ মে (বৃহস্পতিবার) এ সংক্রান্ত একটি অভিযোগ জগন্নাথপুর থানায় দায়ের করেন আনোয়ারা বেগম নামে ওই প্রবাসীর ভাই মোঃ আলী আহমদ।
অভিযোগে বলা হয়, আলী আহমদ (৪৪), পিতা মৃত তাহির আলী, জগন্নাথপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ইকড়ছই গ্রামের বাসিন্দা। তার বোন আনোয়ারা বেগম দীর্ঘদিন ধরে ইংল্যান্ডে বসবাস করছেন। আনোয়ারার স্বামী মোঃ মুজাক্কির আলী (৭০) কিছুদিন আগে ইংল্যান্ড থেকে দেশে ফিরে আসেন। দেশে ফিরে তিনি জগন্নাথপুরের চাঁনপুর চক এলাকার মোছাঃ সিমা বেগম (৩২) নামের এক নারীর সঙ্গে দ্বিতীয় বিয়ের প্রস্তুতি নিতে থাকেন।
বিষয়টি জানতে পেরে আলী আহমদ সিমা বেগমের পরিবারের সঙ্গে যোগাযোগ করে বিয়ে না দেওয়ার অনুরোধ জানান। কিন্তু তারা কোনো কর্ণপাত না করায় তিনি বিষয়টি তার বোনকে জানালে, আনোয়ারা বেগম তাকে আইনগত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন।
এরপর গত ৩০ মে বিকেল ৪টার দিকে চাঁনপুর চকে আব্দুল কালামের বাড়িতে বিয়ের আয়োজন শুরু হলে আলী আহমদ সাক্ষীদের সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গিয়ে বিয়ে ঠেকানোর চেষ্টা করেন। এ সময় উপস্থিত কয়েকজন বিবাদী তাকে প্রাণনাশের হুমকি দিয়ে বলেন—তিনি যদি বিয়েতে বাধা দেন, তাহলে তাকে হত্যা করে লাশ গুম করে ফেলা হবে।
পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় এনে আলী আহমদ তার প্রবাসী বোনের অনুরোধে থানায় এসে লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ বলেন, “অভিযোগটি পেয়েছি, তদন্ত চলছে।”
আপনার মতামত লিখুন :