মনের মাঝে তুমি
👩🏻❤️👨🏽 বজলুর রহমান 👩🏻❤️👨🏽
কি নামে যে ডাকি
কি করে যে বলি
বলছি তোমার
কানে কানে
তোমায় ভালবাসি ।
টানা টানা চোখ দুটো যে
মনের কথা বলে
দুজনাতে কথা হবে
তোমায় একা পেলে ।
হাসিতে তোমার মুক্তো ঝরে
যেন চাঁদের আলো
একটু যদি বস পাশে
লাগবে আমার ভাল
একা একা ভাল লাগেনা
মন বসেনা কাজে
বলতে পারিনা
অনেক কথা
মরি যেন লাজে ।
কাছে পেলে বলবো তোমায়
মনের যত কথা ,মন বলেছে
শুনবে তুমি
দিবে নাকো ব্যাথা।
তোমার কথা মনে হলে
কাঁদে যে আন্তর
তোমায় যদি না পাই আমি হবো দেশান্তর ।
আপনার মতামত লিখুন :