নতুন বাংলার খবর ডেস্ক:
অন্তর্বর্তী সরকারের কাছে নতুন করে বেশকিছু প্রস্তাব ও সুপারিশ করেছে বিএনপি। দলটি বলছে, আগের প্রস্তাব ও পরামর্শের মতো উপেক্ষিত হলে তা হবে ‘দুর্ভাগ্যজনক’।
দলটি এ-ও বলছে, সে ক্ষেত্রে অনিবার্যভাবেই বিএনপি অন্তর্বর্তী সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখবে কি না, তা ‘পুনর্বিবেচনা’ করতে বাধ্য হবে। বৃহস্পতিবার (২২ মে) বিকেলে রাজধানীর গুলশানের চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষে এসব কথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।সংবাদ সম্মেলনে বিএনপি বলছে, যেহেতু সংস্কার একটি চলমান প্রক্রিয়া, তাই সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া দুটোই একই সঙ্গে চলতে পারে। পতিত ফ্যাসিবাদী শক্তির এবং ব্যক্তির অর্থাৎ দল ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচার প্রক্রিয়া চলমান থাকবে।