সোবাহান মিয়া, মাদারীপুর জেলা প্রতিনিধিঃ
মাদারীপুরের শিবচরে ট্রেন দুর্ঘটনায় অজ্ঞাতনামা ভারসাম্যহীন এক পাগল মর্মান্তিতভাবে নিহত হয়।শনিবার (১৭ মে) ভোরে উপজেলার পাঁচ্চর গোল চত্বরের পাশে রেল লাইনের উপরে এক অজ্ঞাত নামা ব্যক্তি ট্রেন দুর্ঘটনায় নিহত হয়। নিহত ওই ব্যক্তির হাত পা মাথাসহ বিচ্ছিন্ন অবস্থায় পড়ে থাকতে দেখা যায় ।বাকি দেহের অর্ধেক অংশ ক্ষত বিক্ষত হয়ে রেললাইনের মাঝ খানে পড়ে রয়েছে।নিহত ওই ব্যক্তি ট্রেনের নিচে পড়লে প্রায় দুই শত গজ দুরে টেনে নিয়ে যায় বলে ধারনা করা হচ্ছে।শনিবার ভোরে ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রেন খুলনার দিকে যাচ্ছিল বলে বিষয়টি জানতে পারি।স্থানীয় সূত্রে জানতে পারি,নিহত ওই ব্যক্তি একজন ভারসাম্যহীন পাগল। তাকে মাঝে মাঝেই পাঁচ্চর এলাকায় রেললাইন সহ বিভিন্ন রাস্তায় ঘুরতে দেখা যেত।নিহতের হাতে বাতের কালো রাবারের চুরি এবং গাঁয়ে মোটা জামা কাপড় পড়া,পরনে একটি পুরনো জিন্সের প্যান্ট ছিলো বলে তার আলামত ছিড়ে পড়ে থাকতে দেখা যায়।পুলিশ সূত্রে জানতে পারি, নিহতের কোনো নাম পরিচয় পাওয়া যায়নি। পুলিশ হেফাজতে মরদেহটি উদ্ধার করে বেওয়ারিশ হিসেবে দাফন করা হবে বলে এস আই মিঠুন বিষয়টি জানান।
আপনার মতামত লিখুন :