ডেমরায় ভাড়াটিয়ার স্ত্রীকে শ্লীলতাহানি: বাড়িওয়ালা কারাগারে


প্রকাশের সময় : মে ১৫, ২০২৫, ৩:২৩ অপরাহ্ন
ডেমরায় ভাড়াটিয়ার স্ত্রীকে শ্লীলতাহানি: বাড়িওয়ালা কারাগারে

 

সামিমা ইসলাম

রাজধানীর ডেমরায় ভাড়াটিয়ার স্ত্রীকে শ্লীলতাহানির দায়ে মাসুদ ভূঁইয়া(৩৮) নামে গ্রেফতার‌ এক বাড়িওয়ালাকে বুধবার বিকালে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার দিবাগত রাতে ডগাইর নতুনপাড়া এলাকার নিজবাড়ি থেকে মাসুদকে গ্রেফতার করে বুধবার দুপুরে আদালতে পাঠায় পুলিশ। এ বিষয়ে মঙ্গলবার রাতেই লম্পট মাসুদের বিরুদ্ধে ডেমরা থানায় মামলা দায়ের করে ভূক্তভোগীর স্বামী মো.শামীম। তিনি কালু ভূঁইয়া রোড এলাকার মৃত অহিদ উল্ল্যাহ ভূঁইয়ার ছেলে।
ভুক্তভোগীর বরাতে বিষয়টি নিশ্চিত করে ডেমরা থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, মো. শামীম তার স্ত্রী সন্তান সহ গত ৮ মাস ধরে মাসুদের বাড়িতে ভাড়া থাকেন। শামীম একজন ঝালমুড়ি বিক্রেতা। শুরু থেকেই বাড়িওয়ালা মাসুদের সঙ্গে তাদের সুসম্পর্ক গড়ে ওঠে, যার ফলে মাসুদ প্রায়ই তাদের বাসায় যাতায়াত করতেন। গত ২২ এপ্রিল দুপুরে শামীম বাজারে গেলে, এই সুযোগে মাসুদ আমি মেয়ের ঘরে প্রবেশ করে তার স্ত্রীকে নানাভাবে শ্লীলতাহানির চেষ্টা করে। এ সময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন ও তার স্বামী ঘরে প্রবেশ করে। এই ঘটনায় মাসুদ উল্টো শামীমকে এলোপাতাড়ি মারধর করে এবং মাথায় গুরুতর আঘাত করে পালিয়ে যায়।