ফ্যাসিস্ট আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও রেলি অনুষ্ঠিত হয়েছে।


প্রকাশের সময় : মে ১০, ২০২৫, ৩:০০ অপরাহ্ন
ফ্যাসিস্ট আওয়ামীলীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও রেলি অনুষ্ঠিত হয়েছে।

 

মোঃ সোবাহান মিয়া, মাদারীপুর জেলা প্রতিনিধিঃ

মাদারীপুর শিবচর উপজেলায় শনিবার(১০মে)বিকেলে প্রেসক্লাববের সামনে গনহত্যাকারী আওয়ামীলীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে শিবচর উপজেলা সর্বস্তরের ছাত্রজনতার আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।এ সময় সর্বস্তরের ছাত্রজনতা মিছিল নিয়ে শিবচর উপজেলার কলেজ মোড়ে থেকে শুরু হয়ে উপজেলার প্রেসক্লাবে গিয়ে বিক্ষোভ সমাবেশ করে তারা।এ সময় কর্মসূচিতে অংশনেন বৈষম্যবিরোধী আন্দোলন ও ছাত্রশিবির,এনসিপিসহ উপজেলার বিভিন্ন ছাত্র সংগঠন।

বিক্ষোভ মিছিল ও সমাবেশে বক্তারা বলেন’ বিগত ফ্যাসিস্ট আওয়ামীলীগকে নিষিদ্ধের করতে হবে,জুলাই আন্দোলনের শহীদের কথা আমরা ভুলে যাইনি।জুলাই গণহত্যার দায়ে আওয়ামীলীগকে নিষিদ্ধ করতে হবে।আমাদের দাবি একটাই আওয়ামিলীগকে বাংলাদেশের রাজনীতি করতে দেওয়া হবে না।আওয়ামীলীগ নিষিদ্ধ করা সময়ের দাবি।তাদের সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করতে হবে।শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে তার বিচারও দাবি করেন তারা। অবস্থান কর্মসূচি থেকে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে নানা স্লোগান দিচ্ছিলেন ছাত্র-জনতা।

এ সময় বক্তব্য দেন’বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যুগ্ন আহবায়ক বিপ্লব,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সদস্য নিরব,জাতীয় নাগরিক পাটির শিবচরের সদস্য ইমন হোসেন,ইসলামি ছাত্রশিবির শিবচর উপজেলা শাখার সাবেক সভাপতি মোঃজাহিদুল ইসলাম,মোঃলোকমান হোসেন,বেলায়েত হোসেন প্রমুখ।