ছোবাহান মিয়া, মাদারীপুর জেলা প্রতিনিধি:
মাদারীপুর জেলার শিবচর পৌরসভার ১নং ওয়ার্ডের হাতির বাগান নামক স্থানে পাঁচ তলা বাড়ির ২য় তলার একটি ফ্ল্যাটে ফ্যানের সাথে ঝুলন্ত প্রিন্স মাদবর(৪২) নামক এক যুবকের মরাদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (০৫মে-২০২৫) দুপুর আনুমানিক ২ টার দিকে ওই বাসা হতে লাশটি উদ্ধার করে মাদারীপুর ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।
পুলিশ জানায়, আমরা খবর পেয়ে সাথে সাথেই ঘটনা স্থলে যাই, গিয়ে দেখি বাসার দরজা খোলা অবস্থায় রয়েছে এবং ভিতরে লাশটি ঝুলে আছে। লাশটির গলায় একটি টুকরো কাপড় পেঁচানো ছিল তারপরে রশি বাধা ছিল। এমতাবস্থায় আমরা লাস্ট এই উদ্ধার করি।
প্রিন্স মাদবর শিবচর পৌরসভার চরশ্যামাইল ১২নং ওয়ার্ডের মৃত: হাজী চান মিয়া মাদবরের বড় ছেলে। সে শিবচর বাজারে কাপড়ের ব্যবসা করত। এবং পাশাপাশি সে জাতীয় নাগরিক পার্টি কমিটির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল।
এলাকাবাসী জানায় যে, প্রিন্স মাদবর দীর্ঘদিন প্রবাসে ছিলেন, এখন সে দেশে ব্যবসা করতেন। তিনি দুই বিয়ে করেছিলেন, তার প্রথম স্ত্রীর ডিভোর্স হওয়ার পর দ্বিতীয় বিয়ে করেন। তার দুইটি সন্তান ও আছে। পারিবারিকভাবে স্ত্রী কর্তৃক সে অসুখী ছিলেন।
মৃত্যুর সংবাদ পেয়ে স্থানীয় কাউন্সিলর শাকিল আহমেদ ঘটনাস্থলে আসেন। তিনি বলেন, প্রিন্স মাদবর আমার মামা হয়। আমার বাড়ির নিকটে ওদের বাড়ি। সে খুব নম্র ও ভদ্র স্বভাবের। সে শিবচর উপজেলা জাতীয় নাগরিক পার্টি কমিটির সদস্য।
এ ব্যাপারে শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ রতন শেখ বলেন,আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং লাশটি উদ্ধার ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশের হত্যা রহস্য জানা যাবে।
আপনার মতামত লিখুন :