শাহিন ফকির :
বাংলা নববর্ষ ১৪৩২ উপলক্ষে গত ১১ ও ১২ বৈশাখ(২৪ ও ২৫ এপ্রিল) পিরোজপুর পৌরসভাধীন ৯ নং ওয়ার্ডের বেকুটিয়া সেতু টোলপ্লাজা সংলগ্ন মাঠে কুমিরমারা গ্রামের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন কুমিরমারা ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব ও পাঠাগারের উদ্যোগে দুই দিনব্যাপী বৈশাখী আনন্দমেলা,ঘোড়ার দৌড় ও মাদকবিরোধী কনসার্ট অনুষ্ঠিত হয়েছে।
কুমিরমারা ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব ও পাঠাগার কর্তৃক আয়োজিত দুই দিনব্যাপী অনুষ্ঠানে,অনুষ্ঠান পরিচালনা কমিটির আহবায়ক ও পিরোজপুর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোঃ আলাউদ্দিন হাওলাদার এর আমন্ত্রণে,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপির আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর পৌর বিএনপির সদস্য সচিব মোঃ সরোয়ার হোসেন হাওলাদার,০৬ নং শারিকতলা ডুমরিতলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ হেমায়েত উদ্দিন বেপারী,পিরোজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তৌহিদুল ইসলাম তহিদ,পিরোজপুর সদর থানার সাব ইন্সপেক্টর মোঃ মাজাহারুল ইসলাম,৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মল্লিক সহ বিএনপি,অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
দুইদিনব্যাপী অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন কুমিরমারা ফ্রেন্ডস স্পোটিং ক্লাব ও পাঠাগারের সভাপতি মোঃ আল আমিন হাওলাদার।
উক্ত অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন কুমিরমারা ফ্রেন্ডস স্পোর্টিং ক্লাব ও পাঠাগারের সহ-সভাপতি মোঃ মামুন খান,সহ-সভাপতি মিজানুর রহমান মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহিন ফকির, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিঠু ফকির।
দুই দিনব্যাপী বৈশাখী আনন্দমেলার প্রথম দিনে প্রধান আকর্ষণ ছিলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়ার দৌড় প্রতিযোগিতা।
দ্বিতীয় দিনে প্রধান আকর্ষণ ছিলো মাদকবিরোধী কনসার্ট,উক্ত মাদকবিরোধী কনসার্টে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীতশিল্পী স্যাটেলাইট টেলিভিশন ও খালিদ হাসান মিলু ফাউন্ডেশন এর সভাপতি খায়রুজ্জামান সবুজ।
এছাড়াও ঢাকা,খুলনা,বরিশাল ও পিরোজপুর থেকে আগত নামিদামি শিল্পী-বৃন্দ সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিলো পিরোজপুর জেলা শিল্পকলা একাডেমির নৃত্যশিল্পীদের আকর্ষণীয় নৃত্যানুষ্ঠান,এছাড়াও পিরোজপুর জেলা বাউল দলের সভাপতি নজরুল ইসলাম দুলাল এর নেতৃত্বে ছিলো বাউল সংগীত।
আপনার মতামত লিখুন :