মাদারীপুরের শিবচর কাদিরপুর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ


প্রকাশের সময় : এপ্রিল ২৪, ২০২৫, ১২:১০ অপরাহ্ন
মাদারীপুরের শিবচর কাদিরপুর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ

 

মোঃ ছোবাহান মিয়া, মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুরের শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়ন গাছিকান্দি এলাকায় কামরুল চোকদার (২২ বছর) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে শিবচর থানা পুলিশ।
নিহত কামরুল চোকদার শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার বি,কে,নগর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের টুমচর সরদারকান্দি গ্রামের দাদন চোকদারের ছেলে।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ৯টার দিকে এক পথচারী দেখতে পায় রক্তাত অবস্থা এক যুবকের গলাকাটা লাশ রাস্তা পাশে ঝোপের মধ্যে পরে আজে।

স্থানীয়র কাজ থেকে জানাযায়, সকালে অত্র উপজেলার কাদিরপুর ইউনিয়নের প্রেমতলা ব্রিজ নামক ব্রিজ সংলগ্ন একটি স্থানে জখমকৃত রক্তাক্ত অবস্থায় গলাকাটা লাশ দেখতে পায় এক পথচারী। পরে এলাকার মেম্বার ও চেয়ারম্যানকে জানায়। পরে চেয়ারম্যান শিবচর থানায় ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

নিহতের বাবা বলেন, গতকাল আনুমানিক ৯ টার দিকে বাড়ি থেকে বের হয়, এর পরে রাতে আর বাড়িতে আসে নাই। হঠাৎ পরদিন (২৪ এপ্রিল) সকাল ১০টার দিকে আমার ফোনে কল আসে যে কামরুল রক্তাক্ত অবস্থা গলাকাটা লাশ ঝোপের মধ্যে পারে আছে। আমার একটাই ছেলে বিদেশে যাওয়ার জন্য টাকা জমাদিছে, আমার ছেলেকে নির্মম ভাবে যাঁরা হত্যা করেছে তাদের প্রত্যেকে যেন ফাঁসি দেওয়া হয়।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রতন শেখ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।”