প্রতিবেদকঃ সাদী মোঃ হিমেল
পিরোজপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নতুন ছয়তলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার (সকাল ১০টায়) বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এর শুভ উদ্বোধন করেন পিরোজপুরের জেলা প্রশাসক মোঃ আশরাফুল আলম খান।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত এলজিইডি-র অতিরিক্ত প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বাবর তালুকদার, সিনিয়র শিক্ষক বিবেকানন্দ মজুমদার ও কাজী মনিরুল ইসলাম প্রমুখ।
প্রসঙ্গত, শুরুতে এই নতুন একাডেমিক ভবনটি বিদ্যালয়ের মূল ক্যাম্পাসের বাইরে নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়। তবে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে এবং অভিভাবকদের সমর্থনে ভবনটি মূল ক্যাম্পাসেই রাখার দাবিতে একটি মানববন্ধন আয়োজন করা হয়। পরবর্তীতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয় ভবনটি মূল ক্যাম্পাসেই নির্মাণের জন্য।
দাবির যৌক্তিকতা যাচাই-বাছাই করে জেলা প্রশাসক মোঃ আশরাফুল আলম খান ভবনটি মূল ক্যাম্পাসে নির্মাণের সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সেই অনুযায়ী ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। শিক্ষার্থী ও অভিভাবকরা জেলা প্রশাসকের এ উদ্যোগে অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
আপনার মতামত লিখুন :