মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১ আহত ৪


প্রকাশের সময় : এপ্রিল ১১, ২০২৫, ৬:২৫ অপরাহ্ন
মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১ আহত ৪

 

সোবাহান মিয়া মাদারীপুর জেলা প্রতিনিধিঃ

মাদারীপুর জেলার শিবচরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জাহিদ শিকদার (২৭) নামে এক যুবক নিহত ও আরও ৪ জন আহত হয়েছে।
শুক্রবার (১১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার বাশঁকান্দি ইউনিয়নের শম্ভুক নামক স্থানে এই র্দূঘটনাটি ঘটে।নিহত জাহিদ শিকদার মাদারীপুর জেলার ডাসার থানার পূর্ব মাইজপাড়া এলাকার মান্নান শিকদারের ছেলে।

স্থানীয় সূএে জানা যায়, নিহত জাহিদ শিকদার মাদারীপুরে উদ্দেশ্য মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। শম্ভুক নামক স্থানে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতিতে অপর মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে তিনি গুরুতর জখম হন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পূর্বের তার মৃত্যু হয়।এ ঘটনায় আরও ৪ জন আহত হয়েছে, তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মুন্সী আশফাকুল ইসলাম জানান,‘বেপরোয়া গতিতে মোটরসাইকেল চালানোর জন্য এ দুর্ঘটনা । আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।’