কোস্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মাদক পাচারকারী আটক*


প্রকাশের সময় : মার্চ ২৫, ২০২৫, ৭:৫২ অপরাহ্ন
কোস্ট গার্ড পশ্চিম জোনের অভিযানে ইয়াবা ও গাঁজাসহ মাদক পাচারকারী আটক*

 

জেলা প্রতিনিধি বাগেরহাট :

গোপন সংবাদের ভিত্তিতে আজ ২৫ মার্চ ২০২৫ তারিখ সকার ১১ টায় বাংলাদেশ কোস্ট গার্ড পশ্চিম জোনের অধীনস্থ বিসিজি স্টেশন কয়রা কর্তৃক খুলনা জেলার কয়রা থানাধীন মদিনাবাদ লঞ্চঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৫০ পিস ইয়াবাসহ এক মাদক পাচারকারীকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি আরিফ হোসেন (২৫) খুলনা সদরের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে মাদক পাচারের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। জব্দকৃত মাদকদ্রব্য ও আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এছাড়াও, উক্ত এলাকায় পৃথক একটি অভিযান চলাকালীন সময়ে কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত ব্যাগ তল্লাশি করে ৯৯ পিস ইয়াবা এবং ৪৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

বিষয়টি নিশ্চিত করেছেন
লেফটেন্যান্ট মাহবুব হোসেন
মিডিয়া কর্মকর্তা
কোস্ট গার্ড পশ্চিম জন