শাহরিয়ার মোস্তফা কিঞ্জল
মাহে রমজান উপলক্ষ্যে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, সরকারি সোহরাওয়ার্দী কলেজ, পিরোজপুর-এর উদ্যোগে এক জমকালো ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) কলেজের ওমান ভবনে
এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ ছাত্রশিবিরের সভাপতি রাকিব মাহমুদ এবং সঞ্চালনা করেন কলেজ ছাত্রশিবিরের সেক্রেটারি রেদওয়ানুল ইসলাম।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর পান্না লাল রায়। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, পিরোজপুর জেলা শাখার সভাপতি মেহেদী হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক মো. শাহাবুদ্দিন সিকদার এবং উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. তারিকুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি ইমরান খান, জেলা অর্থ-সম্পাদক মিজানুর রহমান, জেলা অফিস সম্পাদক নাঈম ইবনে জমাল, জেলা সাহিত্য সম্পাদক আরেফিন আব্দুল্লাহ এবং জেলা দাওয়া সম্পাদক মো. হাসিব।
অনুষ্ঠানে কলেজ ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দসহ কলেজের সাথী, কর্মী, সমর্থক ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিলে বক্তারা মাহে রমাদানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন এবং শিক্ষার্থীদের নৈতিক ও আদর্শিক উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান। অনুষ্ঠান শেষে মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।
আপনার মতামত লিখুন :