সাদী মোঃ হিমেল :
দেশব্যাপী নারী নিপীড়ন, ধর্ষণের প্রতিবাদ ও বিচারের দাবিতে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, বিভিন্ন অনুষদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা। মানববন্ধনে অংশগ্রহণকারীরা নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রতিবাদ জানান। প্ল্যাকার্ডগুলোতে লেখা ছিল— "আইন চাই, বিচার চাই, ধর্ষকের ফাঁসি চাই", "Raise Your Voice, Break the Silence", "গণঅভ্যুত্থানের চেতনা, ধর্ষকের বাংলা না", "আমি নারী, আমি মানুষ—নারীরা কোনো পণ্য নয়, তাকে সম্মান করতে শিখো" ইত্যাদি।
উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম তার বক্তব্যে বলেন, "গত ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত পুলিশ হেডকোয়ার্টারের তথ্য অনুযায়ী দেশে নারী নির্যাতনের সংখ্যা ১৯.৫% বেড়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। আমাদের মা-বোনেরা আজ নিরাপদ নয়। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় কিংবা রাস্তাঘাটে নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এভাবে চলতে থাকলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে।"
এ সময় শিক্ষার্থীরা ধর্ষকদের দ্রুততম সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক শাস্তি ও জনসমক্ষে শাস্তি কার্যকরের দাবি জানান, যাতে কেউ ভবিষ্যতে এ ধরনের অপরাধ করার সাহস না পায়।
মানববন্ধনে বক্তারা নারী নিপীড়ন ও ধর্ষণের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেন এবং এ ধরনের অপরাধ দমনে কঠোর আইন প্রয়োগের আহ্বান জানান।