নতুন বাংলার খবর স্পোর্টস ডেস্ক :
অবশেষে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন মুশফিকুর রহিম। টি-২০ থেকে অবসর নিয়েছিলেন আগেই। এবার অবসরের ঘোষণা দিলেন ওয়ানডে ক্রিকেট থেকে। তবে টেস্ট ক্রিকেট চালিয়ে যাবেন অভিজ্ঞ এই ক্রিকেটার। সাম্প্রতিক সময়ে মুশফিকের ওয়ানডে ক্যারিয়ার নিয়ে হয়েছে বিস্তর সমালোচনা। এর জেরে অবসরের ঘোষণা জানিয়ে আবেগঘন এক বার্তা দিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার।
চ্যাম্পিয়ন্স ট্রফির পারফরম্যান্সে ব্যাপক সমালোচনা সৃষ্টি হলে মুশফিক বাংলাদেশ দলের হয়ে সাদা বলের ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নেন।
৫ মার্চ রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ‘আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করছি। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ। বৈশ্বিক পর্যায়ে আমাদের অর্জন কম হলেও একটি ব্যাপার নিশ্চিত- আমি যখন দেশের জন্য মাঠে নামতাম, আমি নিজের শতভাগেরও বেশি নিবেদন এবং সততা কাজে লাগিয়েছি।’
চ্যাম্পিয়ন্স ট্রফিতে মুশফিক খুব একটা ভালো করতে পারেননি। দলের ব্যর্থতার দায় বর্তায় তার কাঁধে। মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়েও হয় সমালোচনা। রিয়াদ এখনও এমন কোনো সিদ্ধান্ত না জানালেও রিয়াদের ভায়রা ভাই মুশফিক অবসরের সিদ্ধান্ত নেওয়ার সাহস দেখিয়েছেন আগেভাগেই। যদিও কাজটি সহজ ছিল না, স্বীকার করেছেন খোদ মুশফিক।
৩৭ বছর বয়সী ক্রিকেটার লিখেছেন, ‘গত কয়েক সপ্তাহ আমার জন্য অনেক কঠিন ছিল। আমি বুঝতে পেরেছি, এটাই আমার নিয়তি। আল্লাহ কোরআনে বলেছেন, তিনি যাকে ইচ্ছা সম্মান দান করেন এবং যাকে ইচ্ছা অপমানিত করেন।
মুশফিক আরও লিখেছেন, ‘আল্লাহ যেন আমাদের সবাইকে ক্ষমা করেন এবং আমাদের সঠিক ইমান দান করেন। শেষমেশ আমার পরিবার, বন্ধুবান্ধব ও সমর্থকদের গভীরভাবে ধন্যবাদ জানাতে চান, যাদের জন্য আমি গত ১৯ বছর ধরে ক্রিকেট খেলেছি। জাজাকআল্লাহ খাইর।
আপনার মতামত লিখুন :