সাদী মোঃ হিমেল :
পিরোজপুর প্রেসক্লাব মিলনায়তনে শুক্রবার বিকেল তিনটায় অনুষ্ঠিত হয়েছে কবি হাছিবুর রহমানের লেখা দেশের গান “যুদ্ধ হয়নি শেষ”-এর প্রথম প্রদর্শনী। গানটির সুর ও কণ্ঠ দিয়েছেন এমডি রাহাত।
জুলাই ২৪-এর গণআন্দোলনের শহীদদের স্মরণে রচিত এই গানে ভাষা আন্দোলন থেকে একাত্তরের মুক্তিযুদ্ধ এবং সাম্প্রতিক গণঅভ্যুত্থানের চেতনার প্রতিফলন ঘটেছে। দেশের বিভিন্ন সময়ে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করার প্রেরণা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে গানটি উৎসর্গ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গানের প্রদর্শনী উদ্বোধন করেন পিরোজপুর গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ খায়রুজ্জামান সবুজ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন টগড়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. আব্দুল্লাহী মাহমুদ, জেলা জাসাসের সভাপতি জাহিদুল ইসলাম, পিরোজপুর সংস্কৃতি কেন্দ্রের পরিচালক সোহরাব হোসেন জুয়েল এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজীদ রশিদ বাপ্পী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পিরোজপুর সাহিত্য পরিষদের সভাপতি কবি দেলোয়ার হোসেন আলম। আরও উপস্থিত ছিলেন বাবুইয়ের পরিচালক মেহেদী হাসান, বাবুই পাঠাগারের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, এবং সাংস্কৃতিক সংগঠক আলিফ আহম্মেদ রাজীব।
গানটির প্রথম প্রদর্শনী শেষে উপস্থিত দর্শকদের মধ্যে গভীর দেশপ্রেম ও চেতনার সঞ্চার ঘটেছে বলে জানান আয়োজকরা।
আপনার মতামত লিখুন :