আগামী পাঁচ বছরে কোন সম্পত্তির করবো না আমি: ব্যারিস্টার সুমন
প্রকাশের সময় : এপ্রিল ৯, ২০২৪, ৫:০৭ অপরাহ্ন
সিলেটের হবিগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, আগামী পাঁচ বছরে কোন সম্পত্তির করবো না আমি, এবং আমার স্ত্রী সন্তানদের কোন সম্পত্তির মালিক হতে দিব না। আমার যত বরাদ্দ আসবে আপনারা সবাই তা জানবেন। আমি এমপি হিসেবে কত টাকা সম্মানী ভাতা পাই সেটাও আপনারা ইতোমধ্যেই জেনেছেন। মঙ্গলবার (৯ এপ্রিল) সকালে উপজেলার স্বচ্ছতা মিলনায়তনে ৬০০ কৃষকের মাঝে ২০২৩-২০২৪ অর্থ বছরের খরিপ-১,২০২৪-২০২৫ মৌসুমে উপশী আউশ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আউশধান বীজ ও সার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি। তিনি বলেন, মাধবপুর-চুনারুঘাট হবে বাংলাদেশের দ্বিতীয় আমের রাজধানী। চাঁপাইনবাবগঞ্জ ও নওগাঁ যেমন আমের রাজধানী মাধবপুর -চুনারুঘাট হবে দেশের দ্বিতীয় আমের রাজধানী। আমি রাজশাহী, চাপাইনবয়াবগঞ্জ থেকে প্রায় ১ লাখ আমের চারা নিয়ে এসে দুই উপজেলায় রোপণ করবো। উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রফিকুল নাজিমের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম ফয়সলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগ, কৃষি কর্মকর্তা সজিব, উপজেলা আওয়ামীগের সাবেক সভাপতি এসএম মুসলিম। এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষকলীগ নেতা বশির আহমেদ, উপজেলা সেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক শাহ মোঃ জয়নাল, উপজেলা যুবলীগ নেতা রফিক ভূইয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি আতাউস সামাদ বাবু, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক এসএম বরশাত, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ মোঃইরফান, পৌর ছাত্রলীগের যুগ্ম আহবায়ক তানভীর হোসেন মোল্লা, পৌর শ্রমিকলীগ নেতা শেখ আলমাস, মুজাহিদ মিয়া সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী বৃন্দ।
Post Views: 25
আপনার মতামত লিখুন :